খুচরা মুদি দোকান হোক বা রেস্টুরেন্ট ব্যবসায়, এই ব্যবসায়ে অনেক লাভ থাকলেও সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনার অভাবে ক্ষতির মুখে পড়ছে অনেকেই। কীভাবে সেসব ক্ষতি এড়িয়ে ব্যবসায়ে উন্নতি করা যায় সে ব্যাপারেই আজকে আলোচনা করবো।

চলুন দেখে আসি কীভাবে আপনি ব্যবসায়ে উন্নতি করতে পারবেন- 

সঠিক পণ্য নির্বাচন:

প্রথমেই আপনাকে বাজারে চলমান সকল পণ্য সম্পর্কে খুব ভালোভাবে জানাশোনা থাকতে হবে। যে যে পণ্যের চাহিদা বেশি সেসব পণ্যকে বাজার থেকে যাচাই-বাছাই করতে হবে।  রিটেইলারদের সেবায় নিয়োজিত প্রিয়শপ, বাংলাদেশের অন্যতম বিটুবি মার্কেটপ্লেস। প্রিয়শপ রিটেইল অ্যাপহোয়াটসঅ্যাপ মার্কেটপ্লেস এর মাধ্যমে সেবা দিয়ে আসছে। যা হতে পারে আপনার দোকানের কেনাকাটার প্রথম সঙ্গী।

সঠিক জায়গা থেকে পণ্য ক্রয়:

কোন জায়গায় আপনার পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে তা জানা থাকতে হবে। শুধু কম দামে পণ্য ক্রয় করলেই হবে না। সেই সাথে পণ্যের গুণাগুণ যাতে ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আর পণ্যের সেরা দাম ও সেরা মান নিশ্চিত করে প্রিয়শপ। 

ঝুঁকি কমান:

ঝুঁকি ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ব্যবসায় শুরু করার সময়ই ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হয়। ব্যবসায়ে ঝুঁকি থাকবেই; তবে কোন কোন বিষয়ে ঝুঁকি রয়েছে সেসব ব্যাপারে ঠিকঠাক জ্ঞান থাকলে ঝুঁকি অনেকাংশেই এড়ানো সম্ভব।  

 

খাপ খাইয়ে নেয়া:

ব্যবসায়ক্ষেত্রে সবকিছু যে আপনার মনমত হবে তা কিন্তু নয়। আপনি ব্যবসায়ের প্রতি পদে নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হবেন যা আপনার অবস্থার সাথে নাও মিলতে পারে। আর এসব ক্ষেত্রে আপনাকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। আর মানিয়ে নিলেই আসবে সফলতা। 

ক্রেতাকে বুঝতে হবে:

গ্রাহক কিংবা ক্রেতাই সকল ব্যবসায়ের মূল। তাই তাদেরকে বুঝতে পারাই একজন উদ্যোক্তার সফলতার চাবিকাঠি। ক্রেতার চাওয়াকে বুঝা এবং সেই অনুযায়ী কাজ করলেই আপনার ব্যবসায়ের উন্নতি হবে। 

 

ব্যবসায়িক পরিধি বাড়ানোর চেষ্টা করুন:

ব্যবসায় থেকে অর্জিত লাভের পুরো টাকা নিজের জন্য খরচ না করে কিছু অংশ আলাদা করে রেখে তা পরবর্তীতে ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। 

 

ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি থাকবেই; তবুও উপরোক্ত কয়েকটি বিষয় মাথায় রেখে ব্যবসায় করলে ব্যবসায়ে উন্নতি আসবে অবশ্যই। শুভকামনা রইলো আপনার ব্যবসায়ের জন্য। যেকোন ব্যবসায়িক প্রয়োজনে প্রিয়শপ আছে আপনার পাশে। 

Leave a Reply